নিজের লেখা পোস্ট ও সাইটকে গুগলের প্রথম পাতায় আনার উপায় | Rank Your site and Post
আমরা যারা ব্লগিং করি তাদের সবার একটা লক্ষ্য থাকে কিভাবে নিজের লেখা পোষ্ট ও সাইটকে গুগলের প্রথম পাতায় আনা যায়।তার একটায় কারণ আমাদের সাইটে ভিজিটর নিয়ে আসা।ভিজিটর না আসলে আপনি যত পোষ্ট লিখুন না কেন তার থাকে ইনকামের মুখ কখনো দেখতে পারবেন না। তাই একটা সাইটের প্রাণ বলা হয় ভিজিটরকে। আপনার পোষ্ট যদি গুগলের প্রথম পাতায় থাকে তাহলে প্রচুর ভিজিটর পাওয়ার আশা করতেই পারেন।আজকে আমরা আলোচনা করব কি কি উপায় অনুসরণ করলে খুব সহজেই আপনি আপনার সাইটকে গুগলের প্রথম পাতায় নিয়ে আসবেন।
নিজের সাইটকে গুগলের প্রথম পাতায় আনার উপায় ( Rank My Site In First Page )
আমাদের ব্লগ সাইট কিংবা WordPress সাইট থাকা সর্তেও গুগলে সার্চ দিলে আসে না।তার প্রধান কারণ আমাদের বানানো সাইট গুগলে ইনডেক্স করা থাকে না। আপনি যদি গুগলে সাইট ইনডেক্স করুন তাহলে খুব সহজেই আপনার সাইটের নাম কিংবা আপনার সাইটের ডোমেন নাম লিখে চার্জ দিলেই পেয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে গুগলে ইনডেক্স করব? আপনি যদি গুগলে সার্চ দেন How to Index My Site in Google. দেখবেন অনেক ভিডিও আসবে। গুগলে ইনডেক্স করা হয় Google Search Console দিয়ে। আপনি সেসব ভিডিও দেখে খুব সহজেই আপনার সাইটকে গুগলের প্রথম পাতায় নিয়ে আসতে পারবেন।
নিজের লেখা পোষ্ট গুগলের প্রথম পাতায় আনার উপায় ( Rank My post in Google)
পোষ্ট কিংবা আর্টিকেল কে গুগলের প্রথম পাতায় আনার জন্য দুইটি বিষয়ের উপর নজর দিতে হবে। প্রথমটি হলো অন পেইজ এসইও ( On Page SEO) দ্বিতীয়টি হলো অফ পেইজ এসইও ( Off Page SEO). আপনি যদি আপনার পোস্ট কে গুগলের প্রথম পাতায় আনতে চান তাহলে এই দুইটির উপর জোর দিতে হবে।আরেকটি বিষয় হলো কিওয়ার্ড রিসার্চ।আপনি যদি এমন সব আর্টিকেল লিখেন যেগুলো গুগলের কাছে মূল্যহীন, কোন মানুষ সেই বিষয় নিয়ে সার্চ দেয় না তাহলে আপনি যত অন পেইজ এসইও কিংবা অফ পেইজ এসইও করেন কোন লাভ হবে না।কোন ভিজিটর আপনার সাইটে প্রবেশ করবে না।এজন্য আপনার লেখা আর্টিকেলকে প্রথম পাতায় আনার জন্য অবশ্যই ভালো কিওয়ার্ড রিচার্জ করতে হবে।
আপনি যদি উপরের বিষ্যগুলো মেনে পোষ্ট করেন দেখবেন আপনার নিজের লেখা পোষ্ট ও সাইটকে খুব সহজেই গুগলের প্রথম পাতায় নিয়ে আসতে পারবেন।
আরো পড়ুনঃ
ব্লগিং কি? ব্লগিং কিভাবে শুরু করব?
