মোবাইল আসল কি নকল চেনার উপায় ২০২২
আপনি নতুন একটা ফোন কিনবেন সেটা আসল নাকি নকল সেটা জানা আপনার জন্য জরুরি। কারণ বর্তমানে অনেক ভুয়া কোম্পানি আপনার পছন্দের ব্যান্ড এর নাম ব্যবহার করে ফোন বাজারে বাজারজাত করছে। সেটা কিছুদিন ব্যবহার করার পর দেখবেন নানা সমস্যা করছে। আপনার কষ্টের টাকা দিয়ে ফোন কিনবেন সেটা যেন আসল হয় সেই দিকে আমাদের নজর দিতে হবে।আরেকটা তথ্য জানিয়ে রাখি আপনি ফোন কেনার পূর্বে আপনার ফোন আসল এবং বিটিআরসি নিবন্ধিত কি না সেটা লক্ষ্য করতে হবে। বিটিআরসি নিবন্ধিত না হলে আপনার ফোন যেকোন সময় বন্ধ হয়ে যেতে পারে।আজকে আমরা আলোচনা করব মোবাইল আসল কি নকল কিভাবে চিনবেন? এবং কিভাবে দেখবেন আপনার ফোনটি বিটিআরসি নিবন্ধিত আছে কিনা।
মোবাইল আসল কি নকল চেনার উপায় ২০২২
মোবাইল আসল কি নকল চেনার উপায়গুলো ধাপ আকারে নিম্নে দেওয়া হলোঃ
- প্রথমেই আপনি যে ফোন ক্রয় করবেন সে ফোনের ডায়াল অপশনে যাবেন।
- ডায়াল অপশনে গিয়ে ডায়াল করবেন *#০৬#
- তারপর সাথে সাথে আপনার ফোনে ১৫ ডিজিটরের আন্তর্জাতিক মোবাইল আইডেন্টিফিকেশন নম্বর ( International Mobile Identification Number) আসবে।এই কোডটি সংরক্ষণ করুন।
- এই নাম্বারের সাহায্যে দেখা হবে মোবাইলটি আসল নাকি নকল।
- তারপর আপনি একটা ব্রাউজারে গিয়ে লিখবেন IMEI.info .
- এই পেইজে গিয়ে দেখবেন Enter IMRI e.g.15 ডিজিটের কোড। এখানে আপনি প্রথম যে সংরক্ষণ করলেন সে কোড লিখে Enter এ ক্লিক করুন।
- তারপর আপনার সামনে ক্যাপচা আসবে সেটা পূরণ করে Enter এ ক্লিক করুন।
- পেইজটি লোড নেওয়ার পর আপনি সেই ফোনের সব তথ্য দেখতে পারবেন। যদি কোন তথ্য না আসে তাহলে সেই ফোনটি নকল।
আশা করি এখন খুব সহজেই দেখতে পারবেন আপনার সদ্য কেনা কিংবা পুরাতন ফোনটি আসল নাকি নকল।
আপনার ফোনটি বিটিআরসি নিবন্ধিত কিনা জানার উপায়
আগেই বলেছি আপনার ফোন যদি বিটিআরসি নিবন্ধিত না হয় তাহলে আপনি সেই ফোনটি ব্যবহার করতে পারবেন না।আর যদি ভুলে কিনে ফেলেন তাহলে যেকোন সময় আপনার ফোনটি বন্ধ হয়ে যেতে পারে। আপনি কিভাবে জানবেন আপনার ফোনটি বিটিআরসি নিবন্ধিত আছে কিনা সেটা জানতে নিচের ধাপগুলো অনুসরণ করেন।
- প্রথমেই আপনাকে আপনার ফোনের IMEI Number বের করতে হবে।
- IMEI Number বের করার জন্য আপনার ফোনের ডায়াল অপশনে গিয়ে ডায়াল করবেন *#06#
- তারপর আপনার সামনে ১৫ ডিজিটের কোড আসবে সেটা কপি করেন।
- তারপর আপনি মেসেজ অপশনে গিয়ে KYD লিখে স্পেস দিয়ে ১৫ সংখ্যার Imel Number লিখবেন যেটা আপনি একটু আগে পেয়েছেন। উদাহরণ স্বরূপঃ KYD 152478963548789
- তারপর ১৬০০২ নাম্বারে মেসেজটি পাঠাতে হবে।
- ফিরতি বার্তায় আপনার ফোনটি IMEL নাম্বার বিটিআরসি সার্ভারে নিবন্ধিত আছে কিনা সেটা দেখাবে।
আপনি যে ফোন কিনবেন সেটা বৈধ কিনা উপরের নিয়ম অনুসরণ করে খুব সহজেই দেখতে পারবেন।
আরো পড়ুন
