জন্ম নিবন্ধন যাচাই ২০২২ | জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক ২০২২ । Online Birth Certificate Check

  জন্ম নিবন্ধন করা প্রতিটি নাগরিকের জন্য বাধ্যতামূলক। আপনি যে বাংলাদেশের নাগরিক সেটা প্রমাণ করার জন্য আপনাকে জাতীয় পরিচয় পত্র কিংবা জন্ম নিবন্ধন সনদ থাকতে হবে।বর্তমানে কোন শিশুর যদি জন্ম নিবন্ধন না থাকে তাহলে তার পরিবার তাকে কোন বিদ্যালয়ে ভর্তি করাতে পারবে না।এমনি কোন চাকরি কিংবা ভ্রমণ করতে গেলে ও জন্ম নিবন্ধনের দরকার হয়। আজকে আমরা আলোচনা করব আপনার জন্ম নিবন্ধন অনলাইনে আছে কিনা সেটা কিভাবে যাচাই করবেন।আর আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব আপনার জন্ম নিবন্ধন থাকা  সর্তে ও কেন অনলাইনে পাওয়া যায় না। কম দামে বেশি এমবি ও মিনিট কিভাবে কিনব?


জন্ম নিবন্ধন যাচাই ২০২২ ।জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক ২০২২ । Online Birth Certificate Check

জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক ২০২২

আমরা সাধারণত জন্ম নিবন্ধন অনলাইনে চেক করি কোন ভুল আছে কিনা কিংবা অনলাইনে আছে কিনা সেটা জানার জন্য।এখন প্রশ্ন হচ্ছে এটা আমরা কিভাবে করব? এটা দেখার জন্য প্রথমেই আপনাকে আপনার কিংবা যার জন্ম নিবন্ধন চেক করবেন তার জন্ম নিবন্ধনের দুইটি জিনিস জানা থাকতে হবে। প্রথমটি হলো জন্ম তারিখ এবং দ্বিতীয়টি হলো জন্ম নিবন্ধন নাম্বার। এটি আপনি জন্ম নিবন্ধন এর কাগজে পেয়ে যাবেন। 

জন্ম নিবন্ধন যাচাই ২০২২ | Online Birth Certificate Check 

জন্ম নিবন্ধন অনলাইনে যাচাই করার জন্য নিচের ধাপগুল অনুসরণ করুন।( জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps


  • প্রথমেই আপনাকে https://everify.bdris.gov.bd/ এই সাইটে প্রবেশ করতে হবে। 
  • তারপর আপনাকে জন্ম নিবন্ধন নাম্বার ( Birth Registration Number ) লিখতে হবে। 
  • নিচে আপনাকে আপনার জন্ম তারিখ ( Date of Birth ) লিখতে হবে। এটা শুরু করবেন প্রথমেই আপনি কত সালে জন্ম গ্রহণ করেছেন সেই সাল, তারপর মাস, তারপর দিন। ( YYYY-MM-dd )
  • নিচে আপনি ক্যাপচা দেখতে পারবেন। এখানে যা বলবে সেটা নিচের খালি ঘরে লিখতে হবে। 
  • তারপর নিচে Search অফশনে ক্লিক করলে আপনার সামনে সব তথয চলে আসবে। 
  • বলে রাখা ভাল এটা শুরু তারাই দেখতে পারবে যাদের জন্ম নিবন্ধনে জন্ম নিবন্ধন নাম্বার ১৭ ডিজিটিরের আছে।  

১৬ ডিজিটের জন্ম নিবন্ধন অনলাইনে দেখব কিভাবে? 

এর জন্য আপনাকে উপরের নিয়ম মানলেই চলবে শুরু ১৬ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বারের শেষ ৫ ডিজিটের পূর্বে (0) শূন্য যুক্ত করে ১৭ ডিজিট করতে হবে। তারপর ঠিক উপরের নিয়মেই হবে। ( Online Birth Certificate Check )

জন্ম নিবন্ধন থাকা  সর্তে ও কেন অনলাইনে পাওয়া যায় না কেন?

আপনি যদি অনেক আগে জন্ম নিবন্ধন করে থাকেন তাহলে আপনি এই সমস্যায় পরবেন। কারণ সেই সময় হয়তোবা আপনার জন্ম নিবন্ধন অনলাইনে সাবমিট করা হয় নি।এর জন্য অবশ্যই আপনাকে আপনার জন্ম নিবন্ধন কার্ডটিকে হালনাদ করতে হবে হবে।


আরো পড়ুনঃ 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
*/