যু দ্ধ নিজের সাথে ( F ight with yourself)

 জীবনে বেঁচে থাকতে হলে নিজের সাথেই যু দ্ধ করে বাঁচতে হবে। যদি নিজের সাথে যু দ্ধ করে কোন ব্যক্তি বেঁচে থাকতে পারে তাহলে সেই ব্যক্তিই সফলতার স্বাদ গ্রহণ করতে পারবে। আত্নহ ত্যা সবকিছুর সমাধান হতে পারে না। কিন্তু আমরা এতটাই ডিপ্রেশনে পড়ে যায় বেঁচে থাকাটা যেখানে কষ্ট ছাড়া আর কিছুই নয়। এই পরিস্থি থেকে যে বের হয়ে সেই সমস্যাটা ওভারকাম করতে পারে সেই ব্যক্তিই সফল হয়। এই খারাপ সময় থেকে বের হতে কেউ আপনাকে সাহায্য করবে না বরং আপনি যাদের আপন ভাবতেন তারা ও নিজে সুখে থাকার জন্য আপনাকে ছেড়ে যেতে একটু ও অপেক্ষা করবে না।কারণ সবাই সুখ চায়, সবাই শান্তি চাই। ব্যর্থ মানুষদের কি কেউ পছন্দ করে বলুন? এজন্য খারাপ পরিস্থিতে কেউ পাশে থেকে না। এর জন্য নিজেকে শেষ করে ফেলা জীবনের লক্ষ্য হতে পারে। বরং কি জন্য সমস্যা হয়েছে সেটা আগে খুঁজে বের করে নিজের সাথে যু দ্ধ করে সেই সমস্যা সমাধানের পথ বের করতে হবে। 

যুদ্ধ নিজের সাথে ( Fight with yourself)


জীবন যু দ্ধে বেঁচে থাকার লড়াই

নিজের সাথে যু দ্ধ আমরা কখন করি? যখন আপনি সব কাজেই ব্যর্থ হবেন, বেঁচে থাকার ইচ্ছে হয় না, কোন কিছু আপনার দিকে আসে না, সবদিকে যখন আপনার দুর্নাম,পরিবারের কাছে সমাজের কাছে আপনি অবহেলিত, আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে দেওয়ার কথা বলবে,  আপনি হেঁটে যাচ্ছেন পাশে থেকে কেউ বলছে এই ছেলেটা নষ্ট হয়ে গেছে, ওর দ্বারা কিচ্ছু হবে, যখন আপনি ও মনে করেন সত্যি আপনার দ্বারা কিচ্ছু হবে না। ঠিক সেই সময় আমাদের মাথায় নিজেকে শেষ করে ফেলা ছাড়া উপায় থাকে না। তখন আপনি বুঝতে পারবেন আপনার পাশে কেউ নেয়। এক এক করে সব চলে যাচ্ছে। আসলে মানুষদের জীবনটাই এমন সমস্যা শুরু হলে সব এক সাথে শুরু হয়। কিন্তু এর জন্য নিজেকে শেষ করে ফেলা কখনো সমাধান হতে পারে না। এর থেকে বের হওয়ার পূর্বশর্ত হলো নিজের সাথে যু দ্ধ করতে হবে। জীবন যু দ্ধে বেঁচে থাকার লড়াই করতে হবে। আপনি যদি জীবন যু দ্ধে জয়লাভ করতে পারেন তাহলে দেখবেন যারা আপনার পাশে ছিল না তারা ও আপনার সফলতা নিয়ে খুশি হবে। 

মূলকথা হলো ব্যর্থ মানুষের পাশে কেউ থাকতে চায় না। কারণ সবাই সুখ চাই,সবাই সুন্দর করে বাঁচতে চাই। এর জন্য কাউকে দোষারোপ করা ঠিক নয়। কারণ আমরা যে নিজের সাথে যুদ্ধ করছি সেটা কিন্তু সুখে থাকার জন্য। পৃথিবীর সব মানুষ স্বার্থপর। আমি, আপনি সবাই। এজন্য যারা সুখে থাকার জন্য ব্যর্থ মানুষদের ছেড়ে চলে যায় তাদের প্রতি কোন অভিযোগ রাখা ঠিক নয়। বরং সবসময় দোয়া করা উচিত তারা যেন সুখে থাকে। 

একটা কথা সবসময় মনে রাখব, আবেগ দিয়ে কিছু হয় না। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
*/