কম দামে বেশি এমবি ও মিনিট কিভাবে কিনব?
আমাদের
যারা ফোন ব্যবহার করি তাদের এমবি ও মিনিট কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সবাই জানি। এই
দুইটি ছাড়া আমাদের ব্যবহারিত ফোনটি যে অচল সেটা কারো অজানা নয়। এখন প্রশ্ন হচ্ছে আমাদের
দেশের অপারেটরগুলোর মিনিট,কলরেট কিংবা এমবির অফার গুলোর দাম অনেক ব্যয়বহুল হওয়ায় অনেকের
কেনার সামর্থ্য থাকে না।কিংবা থাকলে ও সেটা
অপচয় ছাড়া আর কিছুই নয়।এর থেকে রক্ষা পাওয়ার জন্য আজ এই আর্টিকেলটি লেখা।আজ আমরা আলোচনা করব কম
দামে বেশি এমবি, কম
দামে বেশি ইন্টারনেট,কম
দামে এমবি,কম
টাকা বেশি মিনিট কিভাবে কিনতে পারবেন সেটা নিয়ে।বলে রাখা
বাহুল্য যারা সবসময় বড় অফার বা বান্ডেল প্যাক কিনে থাকেন তাদের জন্য এই সুবিধাটি। এখন
প্রশ্ন হতে পারে কোন সিমের জন্য এই অফারগুলো দিয়ে থাকা হয়। উত্তর শুনে আপনি অবাক ও
হতে পারেন। আপনার ব্যবহারিত যেকোন সিম হলেই হবে। মানে গ্রামীণ,বাংলালিংক,রবি, এয়ারটেল,টেলিটক যেকোন একটি সিম আপনার নিকট থাকলেই আপনি সেই সুযোগটি পেয়ে যাবেন।
কম দামে বেশি এমবি ও মিনিট কিনব কিভাবে?
কম দামে বলতে
কি বোঝানর চেষ্ঠা করছি সেটা বলে রাখি, মনে করেন আপনি রবি সিম ব্যবহারকারি।আপনার ফোনে রবি সিমের এপ্সটি আছে। এখন আপনি আপনার এপ্সে গিয়ে
এমবি,মিনিট কিংবা ব্যান্ডেল অফার গুলোর দাম দেখতে পারবেন। মনে করেন আপনি এপ্সে গিয়ে
দেখলেন ৫০ জিবি এমবির দাম ৪৯৯ টাকা কিংবা এর অধিক।অথবা আপনি ব্যান্ডেল প্যাক কিনবেন
৯০০ মিনিটের সাথে ৪০জিবি ইন্টারনেট প্যাক রয়েছে আর এর দাম ৫৯৯ টাকা। এখন যদি সেই মূল্য
থেকে এক লাফে ১০০ টাকা কিংবা ৮০ টাকা বা মাঝে মাঝে ১৫০ টাকা কম দিয়ে এইসব প্যাক কিনতে
পারেন সেটা কিন্তু আপনার জন্য অনেক লাভ। একসাথে আপনার অনেকগুলো টাকা বেছে গেলো। এখন
প্রশ্ন করতে পারেন এটাও কি সম্ভব নাকি? মিয়া আমাগো সাথে মজা করেন নাকি?এসব প্রশ্ন মাথায়
আসতে পারে।কিন্তু আমি সেটা বললাম সেটি সত্যি আর আমি ও সেসব অফার নিজের জন্য ব্যবহার
করি। আপনি ও আমাদের মত এই অফারগুলো পেতে হলে আপনাকে একটি ফেইসবুক গ্রুপে জয়েন হতে হবে।
ভাবতে পারেন গ্রুপটি হয়তবা আমার আর আমি গ্রুপের মেম্বার বাড়ানোর চেষ্টা করছি। আসলে
সেটা নয়। এই গ্রুপ আমার নয় আর এই গ্রুপে ১ লাখ এর বেশি মানুষ রয়েছে।এর মধ্যে রিটেইলর
আছে ৬০-৭০ জন। যারা আমাদের এই অফারগুলো দিয়ে থাকে। ফেইসবুক গ্রুপের নাম হলো All Operator Offer & Discount Package Info Platfrom.
কিভাবে কিনবেন কম
দামে বেশি এমবি?কম
টাকা বেশি মিনিট?টাকা কিভাবে পাঠাবেন? টাকা দেওয়ার পর এমবি দিবে তো? এসব প্রশ্ন আপনার মনে
হতে পারে, আমি এক এক করে উত্তর দেওয়ার চেষ্টার করি। আপনি গ্রুপে জয়েন হওয়ার পর দেখতে
পারবেন অনেক রিটেইলার গ্রুপে পোস্ট করেছে ভিন্ন সিমের অফার নিয়ে।আপনার যেই অফারটি পছন্দ
হয় সেটি আগে আপনার এপ্সে দেখে নিবেন কত রেট আছে।দেখবেন সবগুলো অফার থেকে ১০০ কিংবা
১৫০ এমন কম রয়েছে।আপনার বাজেটে মিলে গেলে যে পোস্ট করেছে তাকে ইনবক্স করতে হবে। ইনবক্স
করার আগে অবশ্যই রিটেইলার নাম্বার দেখে নিবেন।অন্যথায় প্রতারণার শিকার হতে পারেন।রিটেইলর
ছাড়া কখনো অফার নিতে যাবেন না।রিটেইলরকে মেসেজ দেওয়ার পরই যদি ওনি অনলাইনে থাকে সাথে
সাথে আপনার মেসেজের উত্তর দিবে। আর কিভাবে টাকা পাঠাবেন সেটি রিটেইলর বলে দিবে।আপনি
নিয়ম মেনে টাকা পাঠানোর কিছুক্ষণের মধ্যে আপনার অফারটি পেয়ে যাবেন।
প্রশ্ন আসতে
পারে তাদের এতে কি লাভ হয়?আপনি যে অফারটি কিনলেন সেটির দাম যদি এপ্সে ৫৯৯ টাকা হয়,
রিটেইলর আপনাকে ৫৯৯ টাকায় রিচার্জ করবে। সেটি আপনি মেসেজ চেক করলেই দেখবেন।এখন ভাবতে
পারেন তারা তো আমাদের কাছ থেকে ৪৫০ টাকায় বিক্রি করছে কিন্তু আমাদের রিচার্জ করছে ৫৯৯
টাকা। তাদের লস হচ্ছে। লস করে কেউ কি কখনো ব্যবসা করে এটি ভুল তথ্য দিচ্ছেন । এমন ভাবতে
পারেন।কিন্তু যারা রিটেইলর তারা প্রতিদিন ভিন্ন ভিন্ন সিমের জন্য অফার পায়। মানে তারা
৫৯৯ টাকা রিচার্জ করলে বোনাস পায় ১৫৫ টাকা কিংবা আরো কম বা বেশি।তাদের বোনাস না নিয়ে
আমাদের কাছে সেগুলো ছাড় দিয়ে বিক্রি করে এই গ্রুপের ,মাধ্যমে। এতে তারা ৫-১০ টাকা লাভ করে।
আশা করি বিষয়গুলো
আপনাদের কাছে পরিষ্কার করতে পেরেছি। এখন থেকে আমার মতো কম দামে এমবি,মিনিট আর ব্যান্ডেল
প্যাক গুলো আপনি ও ব্যবহার করেন।
