সিম কার নামে রেজিস্ট্রেশন জানার উপায় কি? SIM kar name Registration

বাংলাদেশে এমন কোন জায়গা নেই যেখানে মানুষ মোবাইল ফোন ব্যবহার করে না। আর আমরা সবাই এটাও জানি সিম ছাড়া মোবাইল ফোন অচল। আমরা সাধারণত সেই সব সিমগুলো ব্যবহার করে থাকি যার সুযোগ সুবিধা আমাদের এলাকায় বেশি থাকে। এমন ও দেখা যায় একজনের কাছে প্রায় সব অপারেটরের সিম রয়েছে। আপনি চাইলে সব অপারেটরের সিম ব্যবহার করতে পারেন কিন্তু সমস্যা হয় তখন যখন আপনার সিমটি হারিয়ে যায়।আর আপনি জানেন না সেই সিমটি কার নামে রেজিস্টেশন করা ছিল।কিংবা আপনার ফোন হারিয়ে বা চুরি হয়েছে আর আপনার সিমে বিভিন্ন প্রয়োজনীয় নাম্বার, বিভিন্ন মোবাইল ব্যাংকিং এর একাউন্ট খোলা রয়েছে তখন তো আপনার হারিয়ে যাওয়া সিমটি তোলার  প্রয়োজন অনেক হয়ে উঠবে। 

আপনি যদি সিমটি তুলতে চান তাহলে প্রথমেই জানতে হবে আপনার সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা। অন্যথায় আপনি সিমটি ব্যবহার করতে পারবেন না। আজকে আমারা আলোচনা করব কিভাবে জানতে পারবেন সিম কার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা রয়েছে। 

সিম কার নামে রেজিস্ট্রেশন জানার উপায় কি? SIM kar name Registration



 সিম কার নামে রেজিস্ট্রেশন জানার উপায়  ২০২২

আপনার ব্যবহারিত সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা সেটা জানতে নিজের ধাপগুলো লক্ষ্য করুন।
  • প্রথমেই আপনার ফোনের ডায়াল অপশনে যেতে হবে।
  • এখানে ডায়াল করতে হবে *16001#
  • তারপর কল অপশনে ক্লিক করতে হবে
  • তারপর আপনি কার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন তাদের আইডি কার্ড গুলো জোগাড় করুন।
  • আপনার যেটা বেশি সন্দেহ মানে এই আইডি কার্ড দিয়ে খুলতে পারেন সেই আইডি কার্ডের আইডি নাম্বারের শেষ চারটি কোড খালি ঘরে লিখুন।
  • তারপর কল অপশনে ক্লিক করুন। 
  • কিছুক্ষণ পর আপনার ফোনে মেসেজ আসবে আপনার আইডি কার্ড দিয়ে কোন কোন সিম রেজিস্ট্রেশন করা আছে। 

আমার আইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে সেটা কিভাবে জানব?

  • প্রথমেই আপনার ফোনের ডায়াল অপশনে যেতে হবে।
  • এখানে ডায়াল করতে হবে *16001#
  • তারপর কল অপশনে ক্লিক করতে হবে
  • তারপর আপনার আইডি কার্ড এর আইডি নাম্বারের শেষ চারটি কোড লিখতে হবে।তারপর কল অপশনে ক্লিক করুন। 
  • কিছুক্ষণ পর আপনার ফোনে মেসেজ আসবে আপনার আইডি কার্ড দিয়ে কোন কোন সিম রেজিস্ট্রেশন করা আছে সেগুলোর তালিকা দেখতে পারবেন। 

হারিয়ে যাওয়া সিম কার নামে রেজিস্ট্রেশন করা  সেটা জানব কিভাবে? 

সেটা জানার কোন উপায় এখন বের হয় নাই। কিন্তু আপনি বুদ্ধি করলে আর একটু কষ্ট করলে খুব সহজেই জানতে পারবেন। আপনার হারিয়ে যাওয়া সিম যে আইডি কার্ড দিয়ে খুলতে পারেন মানে ধারনা করতে পারছেন সে আইডি কার্ড দিয়ে অবশ্যই অন্য সিম তুলতে পারেন। সেই সিমটি জানতে পারলে খুব সহজেই উপরের নিয়ম অনুসরণ করে জানতে পারবেন। 


আরো পড়ুনঃ 



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
*/