018 কোন সিম? 018 which operator in bangladesh

সিম ছাড়া মোবাইল ফোন অচল সেটা আমরা সবাই জানি। আমরা সাধারণত সেইসব সিম ব্যবহার করে থাকি যার থেকে আমরা বেশি সুযোগ সুবিধা পায়। আমাদের দেশের মধ্যে বর্তমানে অনেক অপারেটর রয়েছে। যারা বর্তমানে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তাদের সুযোগ সুবিধা পোঁছে দিচ্ছে।আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সিমের একটি রবি সিমকে নিয়ে। 

018 কোন সিম? 018 which operator in bangladesh


০১৮ কোন সিমের নাম্বার? 018 Which operator In Bangladesh?

প্রতিটি সিমের আলাদা আলাদা কোড থাকে যার মাধ্যমে আমরা চিনতে পারি কোন সিম থেকে আমাদের ফোন করা হয়েছে। বাংলাদেশে প্রতিটি সিমের কোড প্রথমেই দেশের কোড +৮৮ দিয়ে শুরু হয়। তারপর ০১********* । এখন আসি ০১৮ কি সিম ( 018 ki sim)। 

018 হলো  রবি সিমের নাম্বার। 


রবি সিমের প্রয়োজনীয় সকল কোড 

বর্তমানে আমাদের দেশে রবি সিমের গ্রাহকের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। কারণ দেশের সকল প্রান্তে নেটওয়ার্ক সেবার পাশাপাশি কলরেট ও ইন্টারনেট সেবার অনেক উন্নতি করছে।আজকে আমরা অলোচনা করব রবি সিমের সকল প্রয়োজনীয় কোড নিয়ে। আশা করছি এই আর্টিকেল পড়লে রবি সিমের সকল কোড আপনার জানা হয়ে যাবে। 

রবি সিমের নাম্বার দেখব কিভাবে? 

রবি সিমের নাম্বার দেখার জন্য আপনাকে ডায়াল করতে হবে *2#

রবি সিমের  ইমার্জেন্সি সংক্রান্ত সকল কোড

আমরা সাধারণত বিপদে পড়লে ইমার্জেন্সি ব্যালেন্স আনতে হয়। বাংলাদেশের প্রতিটি অপারেটর গ্রাহকদের কথা চিন্তা করে ইমার্জেন্সি সেবা চালু করেছে। কিন্তু এর জন্য তারা আলাদা ভাবে চারজ কেটে নেয়। আরেকটা কথা প্রচলিত আছে ইমার্জেন্সি ব্যালেন্স আনা টাকা অতি দ্রুত শেষ হয়ে যায়। মূল কথা কোম্পানি গুলো তাদের লাভ ছাড়া আপনাকে ঋণ দিচ্ছে না। 

  • রবি সিমে ইমার্জেন্সি ব্যালেন্স পাবেন কিনা জানতে ডায়াল করতে হবে *8#
  • রবি সিমে ইমার্জেন্সি ব্যালেন্স আনতে ডায়াল করতে হবে *123*007#
  • রবি সিমে ইমার্জেন্সি ব্যালেন্স দেখতে ডায়াল করতে হবে *1# কিংবা *222#
  • রবি সিমে ইমার্জেন্সি মিনিট লোন আনতে ডায়াল করতে হবে *123*008#

রবি সিমের  ব্যালেন্স সংক্রান্ত সকল কোড

আপনার রবি সিমে কত টাকা আছে  ( How to check Robi Balance), কত মিনিট আছে ( Robi minute check ) কিংবা কত এমবি আছে (Robi MB Check) সেগুলো কিভাবে জানবেন,জানার কোড কি? সেগুলো এখন তুলে ধরব। 

  • রবি সিমে ব্যালেন্স দেখতে ডায়াল করতে হবে *222# ( Robi sim Balance Check 2022)
  • রবি সিমে মিনিট দেখতে ডায়াল করতে হবে  *222*2# ( Robi Minute Check 2022)
  • রবি সিমের কত এমবি আছে সেটা দেখতে ডায়াল করতে হবে *123*35# ( robi sim internet balance check 2022)
  • রবি সিমে কত এসএমএস আছে জানতে ডায়াল করতে হবে *222*11# ( Robi Sim SMS Code check)

রবি সিমের আরো কিছু গুরুত্বপূর্ণ কোড?

  • রবি সিমে ইন্টারনেট প্যাকেজ  জানতে ডায়াল করতে হবে *6# ( Robi Internet Offer 2022)
  • রবি সিমে ইন্টারনেট প্যাকেজ কিনতে ডায়াল করতে হবে *4#
  • রবি সিমে মিনিট অফার জানতে ডায়াল করতে হবে *0# ( Robi Miniute Offer 2022)
  • ববি সিমে আজকের অফার দেখতে ডায়াল করতে হবে *৯৯৯# ( robi sim offer code ) 
  • রবি সিমের হেল্পলাইন নাম্বার ১২৩ 
আরো পড়ুনঃ 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
*/