ইউটিউব থেকে কিভাবে ইনকাম করব? How to earn money from Youtube?
আমরা সবাই ইউটিউবের সাথে পরিচিত। বর্তমান বিশ্বে ভিডিও শেয়ারিং এর সবচেয়ে বড় প্লাটফর্ম হলো ইউটিউব। ইউটিউব সর্বপ্রথম ২০০৪ সালের ৪ঠা ফেব্রুয়ারী আবিষ্কার করা হয়। বর্তমানে আমরা সবাই বিনোদন,কোন কিছু জানতে ইউটিউব এ সার্চ দিয়ে থাকি। এমন কোন বিষয় নেই যেটা ইউটিউব এ পাবেন না।রান্নার ভিডিও থেকে শুরু করে পড়ালেখার ভিডিও কি নেই ইউটিউবে। এখন প্রশ্ন আসতে পারে, এত ভিডিও ইউটিউব আপলোড করল কিভাবে? এই সব ভিডিও ইউটিউব কোম্পানি আপলোড করে নাই, এসব যারা ইউটিউবার তারা আপলোড করেছে।
ইউটিউবার কারা?
যারা ইউটিউবের জন্য ভিডিও বানায় এবং এগুলো ইউটিউবে আপলোড করে তাকে সাধারণত ইউটিউবার বলে। আমাদের দেশে বর্তমানে অনেক ইউটিবার রয়েছে।তাদের কেউ কেউ ব্লগ ভিডিও বানায়, কেউ রান্নার ভিডিও বানায়, কেউ শিক্ষা বিষয়ক ভিডিও বানায়, কেউ খাবারের ভিডিও বানায়, আবার কেউ রোস্ট ভিডিও বানায়। এক কথায় এমন কোন বিষয় বাদ নেই ইউটিউবে তার ভিডিও নেই।ইউটিউবার যারা আছে তারা প্রতি মাসে অনেক টাকা আয় করে থাকে।
ইউটিউব থেকে কিভাবে ইনকাম করব?
আপনি যদি ভিডিও করতে পছন্দ করেন তাহলে ইউটিবিং করতে পাবেন। কারণ একটা মানুষ তখনেই সফল হয় যখন সে যে কাজটি পছন্দ করে সেই কাজটি করতে পারে। ইউটিউব থেকে আয় করতে চাইলে আপনাকে ভালো কোয়ালিটির ভিডিও বানাতে হবে যেন যারা ভিডিও দেখবে তারা যেন ভিডিও দেখে আনন্দ পায়। তাহলেই আপনি সফল হতে পারবেন।
একজন ইউটিবার কি কি ভাবে আয় করতে পারে?
ইউটিবার যারা আছে তারা সাধারণত দুই ভাবে টাকা আয় করে থাকে।
১। এডস এর মাধ্যমে, (YouTube Channel Monetization)
২। Sponsored এর মাধ্যমে।
এসব এর জন্য অবশ্যই আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। ভালো ভালো ভিডিও আপলোড করতে হবে।
কি কি নিয়ম মানলে ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন?
ইউটিউব থেকে আয় করার পূর্বশর্ত হলো প্রথমেই আপনার ইউটিউব চ্যানেল কে Monetization করতে হবে। এর জন্য ইউটিউব কিছু নিয়ম বেঁধে দিয়েছে, সেগুলোর কোন একটা না মানলে আপনি কখন ও ইউটিউব থকে আয় করতে পারবেন না। সেগুলো নিচে দেওয়া হলোঃ
১। প্রথমেই আপনার চ্যানেলের Subscriber সংখ্যা ১ হাজার হতে হবে।
২। আপনার আপলোড করা ভিডিও এক বছরে ৪ হাজার ঘন্টা দেখতে হবে।
৩। আপনার ভিডিও গুলো নিজের হতে হবে। তা না হলে আপনি Copyrights খাবেন।যাতে করে আপনার চ্যানেলটা ব্যান হতে পারে।
এসব নিয়ম মানলে আপনি ইউটিউব থেকে আয় করতে পারেন।