নগদ একাউন্ট দেখার নিয়ম ২০২২ । নগদ একাউন্ট টাকা দেখার নিয়ম ২০২২
নগদ একাউন্ট বর্তমানে আমরা সবাই ব্যবহার করি। কারণ বর্তমানে মোবাইল ব্যাংকিং এর মধ্যে সবচেয়ে কম খরচে টাকা আদান প্রদান করা যায় নগদ একাউন্ট এর মাধ্যমে। নগদ একাউন্ট কিভাবে খুলবেন সেটি নিয়ে আরেকটি আর্টিকেল লিখব ইনশাল্লাহ। আজকে আমরা আলোচনা করব নগদ একাউন্ট দেখবেন কিভাবে? নগদ একাউন্টে টাকা দেখার নিয়ম?
নগদ একাউন্ট দেখার নিয়ম ২০২২
আপনি যদি নগদ মোবাইল ব্যাংকিং ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই জানতে হবে কিভাবে নগদ একাউন্ট দেখবেন। সাধারণত নগদ একাউন্ট দেখা বলতে বোঝানো হচ্ছে নগদে কত টাকা আছে সেটা দেখা। বর্তমানে অন্য সব মোবাইল ব্যাংকিং থেকে নগদ বেশি সুযোগ দিচ্ছে। এজন্য ব্যবহারকারীগণ নগদ এর প্রতি আগ্রহ বাড়ছে।
নগদ একাউন্ট দেখা মানে শুধু ব্যালেন্স দেখা সেটি কিন্তু নয় আপনি এর মাধ্যমে স সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। যেমন টাকা কাউকে পাঠানো, গ্রহণ করা, মোবাইল রিচার্জ করা, পিন পরিবর্তন সহ সব রকম সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। আর এর জন্য আপনাকে কোনো চার্জ করতে হবে না।
নগদ একাউন্ট দুই ভাবে দেখা যায়
১। নগদ একাউন্ট দেখার কোড *167# ।
এই কোড ব্যবহার করে আপনি আপনার বাটন ফোন কিংবা আপনার ব্যবহারিত ফোন থেকে ইন্টারনেটের সংযোগ ছাড়াই সব সেবা পাবেন।
২। নগদ Apps এর মাধ্যমে।
এর জন্য আপনাকে অবশ্যই নগদ এপ্স টি ডাউনলোড করতে হবে। এবং আপনার নগদ এর নাম্বার ও পিন দিয়ে লগইন করতে হবে। এর মাধ্যমে আপনি খুব সহজেই সব সেবা পেয়ে যাবেন।
নগদ একাউন্ট ব্যালেন্স দেখার নিয়ম
১। আপনি ইন্টারনেট সংযোগ ছাড়া ডায়াল করে ব্যালেন্স দেখতে পারবেন। এর জন্য প্রথমেই আপনাকে ডায়াল অপশনে গিয়ে ডায়াল করতে হবে *167#. তারপর আপনার সামনে অনেকগুলো অপশন আসবে। এখান থেকে আপনাকে খুঁজে নিতে হবে কোথায় My Nagad অপশন আছে। আপনি ৭ নাম্বার সিরিয়ালে পেয়ে যাবেন। পরে ডায়াল করবে 7 , তারপর পর আপনার সামনে আরেকটা পেইজ খুলে যাবে। এই পেইজে অনেক গুলো অপশন দেখতে পারবেন। আপনি যেহেতু টাকা দেখতে গিয়েছেন তাই আপনাকে Balance Enquire অপশন খুঁজতে হবে।এই অপশন আপনি 1 নাম্বার এ পেয়ে যাবেন। তারপর 1 লিখে রিপ্লাই দিবেন, তখন আপনার সামনে পিন দিতে বলবে। আপনি যে পিন দিয়ে একাউন্ট খুলেছেন সেটা এখানে টাইপ করতে হবে। এই পিন ৪ টি হয়ে থাকে। পিন দেওয়ার পর আপনি দেখতে পারবেন আপনার ব্যালেন্স কত আছে। আশা করি বুঝাতে পেরেছি।
২। আপনার যদি ইন্টারনেট সংযোগ মোবাইল ফোন থাকে তাহলে আপনি Play store থেকে My Nagad এপ্সটি ডাউনলোড করে আপনার নগদ নাম্বার ও পিন দিয়ে লগইন করে নিতে পারেন। এর মাধ্যমে আপনি সহজেই টাকা দেখতে পারবেন। লগইন করার পর দেখতে পারবেন Tap for Balance অপশনে ক্লিক করলেই আপনার নগদে কত টাকা আছে সেটা দেখতে পারবেন।
আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি কোন কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টকরতে পারেন, আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করব।
Also Read:
খুব সুন্দর উপস্থাপন। অনেক কিছু জানতে পারলাম নগদ নিয়ে।
Thanks for this. It is helpful acritical for everyone. Now I see Nagad Account code
নগদ একাউন্ট ব্যালেন্স দেখার নিয়ম টা শিখে ফেললাম। ধন্যবাদ Online Earn And Help Center.