কিভাবে ফেইসবুক পেইজ থেকে ইনকাম করব? How to earn money from Facebook Page?

আমরা কিছু দিন আগে কিভাবে ফেইসবুক থেকে কিভাবে ইনকাম করা যায় সেই বিষয়ে একটা আর্টিকেল  লিখেছিলাম। সেই সময় বলেছিলাম ফেইসবুক পেইজ থেকে কিভাবে আয় করা যায় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব।

আমরা যদি নিজের অবসর সময়ে ফেইসবুক ব্যবহার করার সময় আয় করতে পাড়ি সেটা আমাদের জন্য অনেক কিছু। কারণ এই অবসর সময়ে ও আমরা কিছু উপার্জন করে যাচ্ছি। 

আমাদের দেশের অনেক মানুষ ফেইসবুক পেইজ  এর মাধ্যমে অনেক টাকা উপার্জন করছে। অনেকেই তো এটাকে পেশা বেছে নিয়েছে।আজকে আমরা আলোচনা করব কি কি ভাবে ফেইসবুক পেইজ থকে টাকা আয় করবেন? আয় করার জন্য কি কি লাগবে?  মাসে কত টাকা আয় করা যায়?


How to earn money from Facebook Page?


কিভাবে ফেইসবুক পেইজ থেকে ইনকাম করব? 


আমরা যারা ফেইসবুক ব্যবহার করি, সবাই ফেইসবুক পেইজের ( Facebook Page) সাথে পরিচিত। এর মাধ্যমে ইনকাম (Earn) করার জন্য প্রথমেই আমাদের একটা পেইজ তৈরি করতে হবে। পেইজ আপনি সহজেই তৈরি করতে পারবেন, এর জন্য আপনাকে কোন টাকা খরচ করতে হবে না। এখন আসি কিভাবে আয় করা যাবে?
ফেইসবুক পেইজ থকে অনেক মাধ্যমে আয় করা যায়। যেমন ভিডিও আপ্লোড করে , বিভিন্ন পণ্য বিক্রি করে ।এর জন্য অবশ্যই কিছু নিয়ম বেঁধে দিয়েছে ফেইসবুক। কিন্তু পেইজ খুলে ব্যবসা করার জন্য নিয়ম নেই। এর জন্য অবশ্যই ক্রেতাদের বিশ্বাস অর্জন করতে হবে। 

আমরা সবাই বর্তমানে ফেইসবুকে ভিডিও দেখে থাকি।আপনি যদি ভিডিও বানাতে পারেন এবং এডিট করতে পারেন তাহলে আপনি ফেইসবুক পেইজ  এ ভিডিও আপ্লোড করে ইনকাম করে পারেন। বর্তমানে ফেইসবুকের ব্যবহারকারী অনেক হওয়ায় একজন ভিডিও Creator ইউটিউব থেকে বেশি ইনকাম করে যাচ্ছে। আপনি যদি ফেইসবুক পেইজে ভিডিও আপ্লোড করে ইনকামকরতে চান তাহলে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। আপনার পেইজ যদি Monetization হয় তাহলেই ইনকাম করতে পারবেন। 

কি কি নিয়ম মানলে ফেইসবুক পেইজ Monetization করা যায়? 


আপনি যে  ইউটিউব কিংবা ফেইসবুকে ভিডিও দেখেন তখন আপনি ভিডিও এর মাঝে এডস (Ads) দেখতে পান। আর এই এড কোম্পানি থেকে যে ভিডিও বানায় সে টাকা পায়। আর এভাবেই আয় হয়ে থাকে। কিন্তু সব ভিডিও তে এডস আসে না কারণ তাদের পেইজ Monetization  করা না। কি নিয়ম মানলে Monetization হবে  সেটা নিচে দেওয়া হলোঃ

১। ফেইসবুক পেইজ Monetization করতে আপনার পেইজে ১০ হাজার লাইক থাকতে হবে।
২। আপনার ভিডিও এর বিস্তার ৩০ দিনে ১৫০০০ হাজার হতে হবে।
৩। আপনার পেইজে সব ভিডিও মিলে Watch Time ৩০ হাজার মিনিট হতে হবে।
৪। আপনার আপলোড করা ভিডিও নিজের থাকতে হবে। Copyright  ভিডিও হলে কখনো   Monetization এর জন্য আবেদন করতে পারবেন না। 

আশা করি বিষয়গুলো বুঝাতে পেরেছি। আরো কি বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।   


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
*/