০১৩ কোন সিমের নাম্বার? গ্রামীণ সিম এর অফার ২০২২ ( 013 Which operator?)
আপনি যে মোবাইল কিংবা কম্পিউটার দিয়ে এই আর্টিকেল টি পড়ছেন। এটা সম্ভব হতো না যদি আপনার ফোনে কোন সিম না থাকতো । আপনি যে ফোনে কথা বলেন সেটা সম্ভব হচ্ছে শুধু আপনার ফোনে সিম থাকার জন্য। আমাদের দেশে অনেক অপারেটরের সিম আছে। আমরা সেই সিমটি ব্যবহার করি যেই সিম এর নেট আমাদের এলাকায় ভালো। এবং যে সিম এর অফার ভালো।আজকে আমরা আলোচনা করব, গ্রামীণ সিম নিয়ে।
০১৩ কোন সিমের নাম্বার?
আমরা প্রায় সবাই জানি, ০১৭ গ্রামীণ সিম এর নাম্বার। কিন্তু অনেকেই জানি না ০১৩ কোন সিমের নাম্বার কোড। ০১৩ গ্রামীণ সিমের নতুন নাম্বার কোড। ২০১৮ সালের ১৪ অক্টোবর নতুন নাম্বার সিরিজটি উদ্বোধন করেন গ্রামীণ ফোন। এখন এই সিম এর গ্রাহক সংখ্যা দিন দিন বেড়েই চলছে। কারণ এর নেটওয়ার্ক বাংলাদেশের সব জায়গায় পাওয়া যাচ্ছে। এর অফার ভালো বলে গ্রাহক এই সিমটিকে বেছে নিচ্ছে।
আরো পড়ুনঃ রোজা শুরুর তারিখ কবে? Ramadan Date 2022
গ্রামীণ সিমের প্রয়োজনীয় সকল কোড
গ্রামীণ সিমের নাম্বার কিভাবে দেখব?
ভিন্ন ভিন্ন অপারেটর গুলো তাদের সিমের নাম্বার দেখার জন্য আলাদা আলাদা কোড ব্যবহার করে থাকে।
গ্রামীণ সিমের নাম্বার দেখার জন্য ডায়াল করতে হবে *২#
গ্রামীণ সিমের ব্যালেন্স কিভাবে দেখব?
গ্রামীণ সিমের ব্যালেন্স দেখতে ডায়াল করতে হবে *৫৬৬#
আরো পড়ুনঃ নগদ একাউন্ট দেখার নিয়ম ২০২২
গ্রামীণ সিম থেকে ইমার্জেন্সি ব্যালেন্স এবং এমবি কিভাবে আনব?
আপনি কারো সাথে ফোনে কথা বলছেন হঠাৎ ফোনে টাকা শেষ। আপনার আশেপাশে কোন দোকান নেই টাকা রিচার্জ করার জন্য।তখন আপনি কি করবেন?
এই সমস্যা মোকাবিলা করার জন্য গ্রামীণ ফোন ইমার্জেন্সি ব্যালেন্স নামের অপশন চালু করেছে।
ইমার্জেন্সি ব্যালেন্স আনতে ডায়াল *১০১০*১#
ইমার্জেন্সি এমবি আনার জন্য ডায়াল *১২১*১*৪#
এসএমএস ব্যালেন্স চ্যাক করতে ডায়াল *১২১*১*২# বা *৫৬৬*২#
Visit Our Site: Online Earn And Help Center
গ্রামীণ সিমের অফার ২০২২
গ্রামীণ সিমের সকল অফার জানতে ডাউনলোড করতে পারেন My Gp এপ্সটি। এর মাধ্যমে আপনি সকল সুবিধা ভোগ করতে পারবেন। মিনিট অফার, এমবির অফার সহ সবধরণের নিত্য নতুন অফার জানতে My Gp এপ্স এর কোন বিকল্প নেই।
Also Read: