০১৬ কোন সিম ? 016 Which Operator in Bangladesh? 016 ki SIM
আমাদের দেশে অনেক সিম রয়েছে। যেমন গ্রামীণ, বাংলালিংক, রবি, টেলিটক, এয়ারটেল। আমরা সাধারণত সেই সিমটি ব্যবহার করে থাকি যেটা থেকে আমরা সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পেয়ে থাকি। আমাদের দেশে বর্তমানে অনেক গুলো সিম কোম্পানি হওয়ায় তাদের মধ্যে প্রতিযোগিতা চলছে, যেমন কার থেকে কে বেশি সু্যোগ সুবিধা দিচ্ছে,এবং ব্যবহারকারীর সংখ্যা কে বেশি অর্জন করতে পারছে। এতে করে আমাদের মানে ব্যবহারকারীদের উপকার বেশি হচ্ছে।
আজকে আমরা আলোচনা করব, ০১৬ কোন সিমের নাম্বার? এয়ারটেল সিমের অফার ২০২২, এয়ারটেল সিমের নাম্বার কিভাবে দেখব? এয়ারটেল সিমের মেসেজ কেনার কোড? এক কথায় এয়ারটেল সিমের সকল কোড দেখার নিয়ম তুলে ধরব।
০১৬ কোন সিম? 016 ki SIM
এয়ারটেল সিমের সকল কোড
এয়ারটেল সিমের সকল সার্ভিস
এয়ারটেল সিমের নাম্বার কিভাবে দেখব?
এয়ারটেল সিমের ব্যালেন্স দেখার কোড কি?
এয়ারটেল সিমের ব্যালেন্স চ্যাক করার জন্য ডায়াল করতে হবে *৭৭৮* অথবা *১#।
আপনি যদি My Airtel Apps টি Play store থেকে ডাউনলোড করে রাখেন তাহলে আপনি খুব সহজেই এপ্সের মাধ্যমে ব্যালেন্স দেখতে পারবেন। এর জন্য অবশ্যই আপনার ফোনের ইন্টারনেট সংযোগ চালু রাখতে হবে।
Visit Our Site: Online Earn And Help Center
এয়ারটেল সিমের এসমএস দেখা কোড
এয়ারটেল সিমের ইমারজেন্সি ব্যালেন্স ও ইন্টারনেট প্যাক আনার কোড কি?
এয়ারটেল সিমের মিনিট ও এমবি দেখা ও কেনার কোড কি?
এয়ারটেল সিমের মিনিট কিনতে ডায়াল করতে হবে *০#
এয়ারটেল সিমের এমবি কিনতে ডায়াল করতে হবে *৮৪৪*৭*৪#
এয়ারটেল সিমের মিনিট দেখার কোড *৭৭৮*৫# অথবা *৭৭৮*৮# অথবা *৭৭৮*২২#
এয়ারটেল সিমের এমবি দেখার কোড *৭৭৮*৩৯# অথবা *৭৭৮*৪# অথবা *৭৭৮*৮৮# অথবা *৩#

Thanks for sharing this important post.