মোবাইল দিয়ে কিভাবে ইনকাম করব? How to make income with mobile?

 বাস্তবিক জীবনে টাকা ইনকাম করা ছাড়া আর কোন বিকল্প নেই। জীবনের তাগিদে সবাইকে রোজগার করতে হয়। আর আমাদের সুবিধাবাধি সমাজে যার যত ইনকাম তার তত সম্মান। আপনি ইনকাম করেন না, বেকার বসে আছেন।তাহলে আপনি যেমন আপনার পরিবারের কাছে বোঝা টিক তেমনি সমাজের কাছে অবহেলিত। 


মোবাইল দিয়ে কিভাবে ইনকাম করব? How to Earn Money From Mobile?
মোবাইল দিয়ে কিভাবে ইনকাম করব?


আজ আপনি আপনাকে ধারণা দিব, আপনার কাছে থাকা ফোন দিয়ে কিভাবে ইনকাম করতে পারবেন।

ইনকাম কারাটা কখনো সহজ বিষয় নয়। এর জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে। আপনি হয়তবা ভাবতে পারেন মোবাইল দিয়ে ইনকাম মানে ক্লিক করে ইনকাম,এড দেখে ইনকাম, মোবাইল এপ্স দিয়ে  ইনকাম  ইত্যাদি ইত্যাদি। না ভাই আমি আপনাকে এমন জিনিস কখনো দেখিয়ে দিব না। এসব করে ইনকাম করা যায় কিন্তু সামান্য এবং এটা স্বল্পসময়ের জন্য। এটা দিয়ে আপনি ক্যারিয়ার করতে পারবেন না। এই এপ্স গুলো তাদের স্বার্থে আপনাকে ব্যবহার করে, এবং তারা বিপুল পরিমাণে ইনকাম করে হারিয়ে যায়। তাদের ইনকাম থেকে প্রথমেই আপনাদের কিছু টাকা দেয়। পরে দেখবেন আর দিচ্ছে না। আপনাদের মধ্যে যারা এসবের শিকার হন তারাই বলে অনলাইন মিথ্যক,অনলাইনে টাকা আয় করা যায় না। ভাই, অনলাইনে টাকা আয় করা যায় এর জন্য আপনার উচিত সঠিক পথ বেছে নেওয়া। 

কিছু দিন আগে হয়তবা শুনেছেন, রিং আইডি দিয়ে এড দেখে প্রতিদিন ৫০০- ১০০০ টাকা  ইনকাম করা যাচ্ছে। এটা কিন্তু ভুল শুনেন নি। সত্যি এমন হয়েছে। অনেকেই এর মাধ্যমে অনেক টাকা আয় করেছে। কিন্তু এড দেখার জন্য এখানে একটা আইডি খুলতে হয়। এর জন্য ব্যবহারকারীদের একসাথে ১২ হাজার কিংবা ২২ হাজার দিয়ে আইডি খুলতে হতো। মানুষ এসব ইনকাম দেখে লোভে পরে টাকা দিয়ে আইডি খুলেছে। যখন বেশি ব্যবহারকারী হয়ে গেলো তখন এই এপ্স বন্ধ করে দিলো। এতে ব্যবহারকারীদের লাখ লাখ টাকা নিয়ে এপ্স উদাও হয়ে গেলো। 

আরো পড়ুনঃ রোজা শুরুর তারিখ কবে? Ramadan Date 2022


এজন্য আপনাদের কাছে অনুরোধ, এই সব ফাঁদে পা না দিয়ে যেটা করলে আপনার ভবিষ্যতে ভালো কিছু হবে সেটাই বেছে নেন।



 মোবাইল দিয়ে কিভাবে ইনকাম করব?


মোবাইল দিয়ে আয় করার অনেক উপায় আছে,যেগুলো আপনার সবসময় কাজে লাগবে,প্রতারণায় কখনো পরতে হবে না এই কাজ গুলো শিখলে সেইসব কাজ গুলো আজ আপনাদের সামনে তুলে ধরবঃ

  • ইউটিউব ভিডিও তৈরী করে
  •  ব্লগিং করে 
  •  ফ্রিল্যান্সিং করে
  •  ফটোগ্রাফ বা ভিডিও বিক্রি করে 
  • ফেসবুক ই-কমার্স দ্বারা
  •  সার্ভিস এর মাধ্যমে 
  • ড্রাইভিং করে 
 এসবের যেকোন একটা আপনি বেছে নিতে পারেন। আর একটা কথা মনে রাখবেন, আপনি যেই কাজটি বেছে নেন না কেনো সেই কাজ করলে যেন আপনি আনন্দ পান। আর এই কাজ গুলো শিখতে হলে আপনাকে সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে।তাহলেই আপনি সফল হতে পারবেন। 


আরো পড়ুন ঃ

Next Post Previous Post
1 Comments
  • Rakib Mia
    Rakib Mia February 19, 2022 at 12:54 PM

    vai Thanks.অসাধারণ লিখেছেন। ভালোবাসা রইলো

Add Comment
comment url
*/