015 কি নাম্বার? টেলিটক সিমের নাম্বার দেখব কিভাবে? 015 Which operator?

 আমদের দেশে অনেক গুলো সিম রয়েছে। তাদের মধ্যে সুপরিচিত এবং জন সাধারণ বেশি ব্যবহার করে যার নেট ভালো, সবচেয়ে সুবিধা  যে দেয়। ( কম দামে বেশি মিনিট, ভালো অফার, ভালো এমবির অফার ইত্যাদি) । আমাদের দেশের গ্রাহক বেশি ব্যবহার করে গ্রামীণ, রবি, বাংলালিংক, Airtel ইত্যাদি সিম।

কিন্তু বর্তমানে আমদের দেশে একটি সিম খুব জনপ্রিয় হয়েছে আর সেটা হচ্ছে টেলিটক।  আমদের জন্য সুখবর হচ্ছে  টেলিটক আমদের দেশীয় সিম। এই সিমের ব্যবহার অনেক আগে থেকে হলো ও গ্রামে কিংবা অনেক শহরে এর নেট ছিল না। এর জন্য এর ব্যবহারকারী অনেক কম ছিল। বর্তমানে এটা খুব জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ এই সিমের টাওয়ার এখন গ্রাম পর্যন্ত চলে গেছে। তাই ব্যবহারকারী গণ এই সিমের উপর প্রভাবিত হচ্ছে। প্রভাবিত হবার মূল কারণ হলো এই সিমের অপার অনেক ভালো।অন্য অপারেটর থেকে খুব কম দামে মিনিট, এমবি ইত্যাদির সেবা দিয়ে যাচ্ছে ।

 আজ আমরা আলোচনা করব, টেলিটক সিমের Country code কত? কিভাবে টেলিটক সিমের নাম্বার দেখতে হয়? টেলিটক সিম এর অফার? টেলিটক সিমের কাস্টমার কেয়ার এর নাম্বার কত? এসব বিষয় গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব।

015 কি নাম্বার? টেলিটক সিমের নাম্বার দেখব কিভাবে?  015 Which operator?


 015 কি নাম্বার? 015 Which operator? টেলিটক সিমের Country code কত?


টেলিটক সিম এর country code  ০১৫। মানে টেলিটক সিম শুরু হয় ০১৫ দিয়ে। এখন হয়তবা বুঝে গেছেন 015 হলো টেলিটক সিম এর নাম্বার। 




কিভাবে টেলিটক সিমের নাম্বার দেখতে হয়? 


আমরা দুই ভাবে যেকোনো সিম এর নাম্বার দেখতে পারি। ১। যে সিম সেই সিম এর এপ্স ব্যবহার করে, ২। ডায়াল এ গিয়ে কোড টাইপ করে।
টেলিটক সিমে ও দুই ভাবে দেখতে পারবেন। আপনি যদি এপ্স দিয়ে দেখতে চান তাহলে Playstore থেকে My Teletalk  এপস টি ডাউনলোড করে রাখতে পারেন। এপ্স এর মাধ্যমে সব অফার, কত টাকা আছে, মিনিট কত আছে, এমবি কত আছে সব দেখতে পারবেন।

এখন আসি ডায়াল করে কিভাবে দেখবেন? 


ডায়াল করে দেখতে হলো টাইপ করবেন

*551#  

Visit Our Site: Online Earn & Help Center

টেলিটক সিম এর অফার?


বর্তমানে টেলিটক সিম এর অফার সবচেয়ে ভালো।অফার এর নিয়মিত আপডেট পেতে চাইলে My TeleTalk এপ্স ডাউনলোড করা ছাড়া বিকল্প নেই।

বর্তমানে সবচেয়ে বেশি অফার টেলিটক দিচ্ছে। এখানে কোন অফার বলছি না কারণ অফার নিয়মিত আপডেট হয়। তাই আপনি যদি নিয়মিত আপডেট পেতে চান তাহলে My Teletalk এপ্স টি ডাউনলোড করতে পারেন।


টেলিটক সিমের কাস্টমার কেয়ার এর নাম্বার কত? 


বিভিন্ন প্রয়োজনে আমাদের কাস্টার কেয়ার এর সাথে কথা বলতে হয়। যেমন মেসেজ এসে আপনার ফোন থেকে টাকা কেটে নিচ্ছে এর সমাধানের জন্য আমরা কিভাবে ফোন করব? 
আপনি নিচের নাম্বার এর মাধ্যমে ফোন করে যোগাযোগ করতে পারবেন।

1234 
 121 
 01550157750 
01550154444 



আশা করি আপনাদের টেলিটক সিম এর বিষয়ে ধারাণা দিতে পেরেছি। আরো কোন বিষয়ে জানতে চাইলে কমেন্ট করতে পারেন।


Next Post Previous Post
1 Comments
  • Rakib Mia
    Rakib Mia February 20, 2022 at 12:44 PM

    আমি একটা সিম কিনেছিলাম টেলিটক কিন্তু নাম্বার কিভাবে দেখব জানি না? আপনার এটা পড়ে শিখতে পারলাম।
    আপনাকে ধন্যবাদ

Add Comment
comment url
*/