015 কি নাম্বার? টেলিটক সিমের নাম্বার দেখব কিভাবে? 015 Which operator?
আমদের দেশে অনেক গুলো সিম রয়েছে। তাদের মধ্যে সুপরিচিত এবং জন সাধারণ বেশি ব্যবহার করে যার নেট ভালো, সবচেয়ে সুবিধা যে দেয়। ( কম দামে বেশি মিনিট, ভালো অফার, ভালো এমবির অফার ইত্যাদি) । আমাদের দেশের গ্রাহক বেশি ব্যবহার করে গ্রামীণ, রবি, বাংলালিংক, Airtel ইত্যাদি সিম।
কিন্তু বর্তমানে আমদের দেশে একটি সিম খুব জনপ্রিয় হয়েছে আর সেটা হচ্ছে টেলিটক। আমদের জন্য সুখবর হচ্ছে টেলিটক আমদের দেশীয় সিম। এই সিমের ব্যবহার অনেক আগে থেকে হলো ও গ্রামে কিংবা অনেক শহরে এর নেট ছিল না। এর জন্য এর ব্যবহারকারী অনেক কম ছিল। বর্তমানে এটা খুব জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ এই সিমের টাওয়ার এখন গ্রাম পর্যন্ত চলে গেছে। তাই ব্যবহারকারী গণ এই সিমের উপর প্রভাবিত হচ্ছে। প্রভাবিত হবার মূল কারণ হলো এই সিমের অপার অনেক ভালো।অন্য অপারেটর থেকে খুব কম দামে মিনিট, এমবি ইত্যাদির সেবা দিয়ে যাচ্ছে ।
আজ আমরা আলোচনা করব, টেলিটক সিমের Country code কত? কিভাবে টেলিটক সিমের নাম্বার দেখতে হয়? টেলিটক সিম এর অফার? টেলিটক সিমের কাস্টমার কেয়ার এর নাম্বার কত? এসব বিষয় গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব।
015 কি নাম্বার? 015 Which operator? টেলিটক সিমের Country code কত?
টেলিটক সিম এর country code ০১৫। মানে টেলিটক সিম শুরু হয় ০১৫ দিয়ে। এখন হয়তবা বুঝে গেছেন 015 হলো টেলিটক সিম এর নাম্বার।
কিভাবে টেলিটক সিমের নাম্বার দেখতে হয়?
*551#
Visit Our Site: Online Earn & Help Center
টেলিটক সিম এর অফার?
আরো পড়ুনঃ রোজা শুরুর তারিখ কবে? Ramadan Date 2022
আমি একটা সিম কিনেছিলাম টেলিটক কিন্তু নাম্বার কিভাবে দেখব জানি না? আপনার এটা পড়ে শিখতে পারলাম।
আপনাকে ধন্যবাদ