বিকাশ একাউন্ট দেখার নিয়ম ২০২২ ( Bkash Code check 2022)
বর্তমানে এক জায়গা থেকে অন্য স্থানে টাকা পাঠানোর জন্য আমরা মোবাইল ব্যাংকিং ব্যবহার করে থাকি। এর জন্যপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। কারণ সাধারণত ব্যাংক নির্দিষ্ট সময়ের জন্য খোলা থাকে।এবং টাকা পাঠানোর জন্য আমাদের ব্যাংকে যেতে হয় যেটা অনেক কষ্টকর ব্যাপার।এই সমস্যার স্থায়ী সমাধান দিচ্ছে মোবাইল ব্যাংকিং গুলো। এর মাধ্যমে আমরা ঘরে বসে যেকোনো সময় বাংলাদেশের যেকোনো স্থানে খুব সহজেই টাকা আদান প্রদান করতে পারি। আমাদের দেশে অনেকগুলো মোবাইল ব্যাংকিং আছে। আমরা Online Earn And Help Center এ নগদ মোবাইল ব্যাংকিং নিয়ে আলোচনা করেছি।( পড়তে ক্লিক করুন) আজকে আলোচনা করব সবচেয়ে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং বিকাশ নিয়ে।
বিকাশ একাউন্ট দেখার নিয়ম ২০২২ ( Bkash Code check 2022)
বর্তমানে গ্রাহক সংখ্যার দিক থেকে বিকাশ মোবাইল ব্যাংকিং সবার উপরে অবস্থান করছে। আপনি যদি বিকাশের একজন গ্রাহক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বিকাশের সব খুঁটিনাটি জানতে হবে। আজ আমরা সবকিছু তোলে ধরার চেষ্টা করব।
প্রথমেই আসি বিকাশ একাউন্ট কিভাবে দেখবেন? বিকাশ একাউন্ট দেখা বলতে বুঝাচ্ছি বিকাশ এর কোড দেখা, বিকাশে কত টাকা আছে সেটি দেখা, টাকা আদান প্রদান করা এমনকি কত টাকা আছে সেগুলো দেখা।
অপেক্ষা করুন 120 সেকেন্ড এখানে 120 সেকেন্ড অপেক্ষা করুন |
বিকাশ একাউন্ট দুইভাবে দেখা যায়।
১। কোড ব্যবহার করে
২। Bkash Apps এর মাধ্যমে।
বিকাশ একাউন্ট দেখার কোড *247#
আপনি আপনার মোবাইলের কল অপশনে গিয়ে *২৪৭# ডায়াল করলেই দেখতে পারবেন আপনার বিকাশ একাউন্ট।এখান থেকে সবরকম সেবা ফ্রিতে পেয়ে যাবেন।এর জন্য আপনাকে কোন চার্জ দিতে হবে না।
বিকাশ একাউন্ট দেখার ২য় নিয়মটি সবচেয়ে সহজ। আপনার যদি একটি এন্ড্রয়েড মোবাইল ফোন থেকে থাকে তাহলে Play store থেকে My Bkask Apps টি ডাউনলোড করে আপনার নাম্বার দিয়ে লগইন করলেই সবরকম সেবা ফ্রিতে পেয়ে যাবেন। Bkask Apps দিয়ে দেখার সময় অবশ্যই আপনার ফোনের ডাটা চালু থাকতে হবে।
বিকাশ একাউন্ট টাকা দেখার নিয়ম ২০২২
বিকাশ একাউন্টে কত টাকা আছে সেটা কত টা দেখবেন কিভাবে?
বিকাশ একাউন্টে টাকা দুইভাবে দেখতে পারবেন।প্রথমত ডায়াল এর মাধ্যমে, দ্বিতীয়ত বিকাশ এপ্সের মাধ্যমে।এপ্সে লগইন করলেই সহজেই দেখতে পারবেন।
- ডায়াল করে দেখার জন্য প্রথমেই লিখুন *২৪৭#।
- পরে আপনার সামনে একটা নতুন পেইজ খুলে যাবে। এখানে লক্ষ্য করলেই দেখতে পারবেন My Bkask ।এটা আপনি 7 নাম্বারে পেয়ে যাবেন।পরে 7 ডায়াল করে Send লেখায় ক্লিক করুন।
- পরে আপনার সামনে নতুন আরেকটা পেইজ খুলে যাবে। সেখানে আপনি 1 নাম্বার অপশনে দেখতে পারবেন Check Balance এখানে 1 লিখে Send অপশনে ক্লিক করুন।
- তারপর আপনার বিকাশ একাউন্টের পিন দিতে বলবে। বিকাশ একাউন্টের পিন নম্বর 5 Digit এর হয়ে থাকে। আপনি আপনার পিন দেওয়ার পর Send অপশনে ক্লিক করুন
- এখন আপনার সামনে চলে আসলো আপনার একাউন্টে কত টাকা আছে।
বিকাশ একাউন্টের মাধ্যমে কি কি সেবা পাওয়া যায়?
- বিকাশ একাউন্টের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে আপনার একাউন্টে টাকা আনতে পারবেন।
- বিকাশ একাউন্টের মাধ্যমে আপনি যে কাউকে টাকা পাঠাতে পারবেন।
- বিকাশ একাউন্ট থেকে আপনার ফোনে টাকা রিচার্জ করতে পারবেন।
- বিকাশ একাউন্টের মাধ্যমে অনলাইনে পণ্য কেনাবেচা করার টাকা আনতে এবং পাঠাতে পারবেন।
- বিকাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যেকোন সময় টাকা আদান প্রদানের করতে পারবেন।
- বিকাশ একাউন্টে কোন সমস্যা হলে কোন চার্জ ছাড়া কাষ্টমার কেয়ারের সাথে যোগাযোগ করে সমস্যা সমাধান করতে পারবেন।
বিকাশ একাউন্ট থেকে রিচার্জ করার নিয়ম ২০২২
আমরা বিকাশ একাউন্টের মাধ্যমে আমাদের ফোনে রিচার্জ কিংবা ফ্লেক্সিলোড করতে পারি। কিন্তু সেটা তখনই সম্ভব যখন আপনার বিকাশ একাউন্টে টাকা থাকবে। অনেকেই হয়তোবা জানি এই তথ্যগুলো কিন্তু কিভাবে রিচার্জ করব সেটার নিয়ম জানি না। আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব।
- বিকাশ একাউন্ট থেকে রিচার্জ করার জন্য প্রথমেই আপনাকে ডায়াল করতে হবে *২৪৭#
- তারপর আপনার সামনে একটা পেইজ খুলে যাবে। সেখানে দেখতে পারবেন Mobile Recharge নামের একটি অপশন।এটি ৩ নাম্বারে পেয়ে যাবেন। তারপর 3 লিখে Send এ ক্লিক করবেন।
- তারপর আপনার সামনে বিভিন্ন সিমের নাম আসবে, আপনি যে নাম্বারে রিচার্জ করতে চান সেই অপারেটর এর নাম এর নাম্বার লিখবেন।যেমন মনে করেন আমি রবিতে রিচার্জ করব তার অবস্থান ১ নাম্বারে। নিজের খালি ঘরে 1 লিখে Send করবেন।
- তারপর নতুন আরেকটি পেইজ আসবে সেখানে আপনি যে নাম্বারে রিচার্জ করবেন সেই নাম্বার তুলে Send করতে হবে।
- আপনার সামনে আবার দুইটা অপশন আসবেন। আপনি 1 ডায়াল করে Send করুন।
- তারপর আপনার সামনে আপনার নগদ একাউন্টের পিন নম্বর দিতে হবে।পিন দেওয়া শেষ হলে Send এ ক্লিক করলেই রিচার্জ হয়ে যাবে।
বিকাশ এপ্সের মাধ্যমে রিচার্জ করার নিয়ম:
- প্রথমেই আপনাকে আপনার বিকাশ একাউন্টের পিন নম্বর দিয়ে বিকাশ এপ্সে লগইন করতে হবে।
- তারপর আপনার সামনে অনেক গুলো অপশন চলে আসবে। এখানে লক্ষ্য করলেই আরো নামে একটা অপশন পাবেন।
- আরো নামে অপশনে ক্লিক করলেই আপনি যেখানে দেখতে পারবেন Mobile Recharge নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করুন।
- তারপর আপনি যে নাম্বারে রিচার্জ করবেন সেই নাম্বার টি খালি ঘরে তুলে পাশের এরো ( 👉 )তে ক্লিক করেন।
- ক্লিক করার পর আপনার নাম্বার কোন অপারেটরের সেটি সিলেক্ট করতে হবে।সেটি সিলেক্ট করুন।
- সিলেক্ট করার পর আপনার সামনে আসবে কত রিচার্জ করতে চান। আপনি যত রিচার্জ করবেন সেটি লিখে এরো ( 👉) তে ক্লিক করুন।
- তারপর আপনাকে আপনার বিকাশ একাউন্টের পিন বসাতে হবে।
- আপনি এখন শেষ পর্যায়ে এসে পড়েছেন, এখানে আপনি দেখবেন ট্যাপ করুন অপশন পাবেন। এখানে কিছুক্ষণ ধরে রাখতে আপনার রিচার্জ কনফার্ম হয়ে যাবে।
আরো পড়ুনঃ
.jpg)