০১৯ কোন সিমের নাম্বার? 019 ki SIM? বাংলালিংক সিমের সকল কোড

মোবাইল যে আমরা চালাই সেটি কিন্তু সিম ছাড়া অচল। আমাদের দেশে বর্তমানে অনেক সিম কোম্পানি রয়েছে। আমরা গ্রাহকরা সেসকল সিম ব্যবহার করে থাকি যার সু্যোগ সুবিধা সবচেয়ে ভালো। আজকে আমরা আলোচনা করব, বাংলালিংক সিম নিয়ে। বর্তমানে এর জনপ্রিয়তা বেড়েই চলেছে।




০১৯ কোন সিমের নাম্বার? 019 ki SIM

প্রতিটা সিমের প্রথম ৩টি সংখ্যা মানে সিম কোড ভিন্ন থাকে। অনেক গুলো সিম হওয়ায় আমরা মনে রাখতে পারি না কোন সিমের সিম কোড কি। আমরা আমাদের সাইট Online Earn And Help Center এ সব সিম নিয়ে আলোচনা করেছি।

০১৯ বাংলালিংক সিমের নাম্বার। 

এর নেট ও ভালো ভালো অফার দেওয়ার কারণে বর্তমানে খুব জনপ্রিয়াত অর্জন করেছে। এর মাধ্যমে আপনি ফ্রিতে ফেইসবুক চালানোর সুযোগ পাচ্ছেন।
 

 বাংলালিংক সিমের সকল কোড

আজকে আমরা আলোচনা করব বাংলালিংক সিমের গুরুত্বপূর্ণ সব কোড নিয়ে। আশা করছি এই আর্টিকেল টি পরলে বাংলালিংক সিমের সকল খুঁটিনাটি কোড আপনার জানা হয়ে যাবে।


বাংলালিংক সিমের নাম্বার কিভাবে দেখব?

প্রতিটা সিমের নাম্বার দেখার জন্য আলাদা আলাদা কোড ব্যবহার করতে হয়।

বাংলালিংক সিমের নাম্বার দেখতে ডায়াল করতে হবে *৫১১#


বাংলালিংক সিমের ইমার্জেন্সি সংক্রান্ত কোড

  • বাংলালিংক সিমের ইমার্জেন্সি ব্যালেন্স/ মিনিট আনতে ডায়াল করতে হবে *৮৭৪#
  • বাংলালিংক সিমের ইমার্জেন্সি ব্যালেন্স/ মিনিট দেখতে ডায়াল করতে হবে *৮৭৪০#
  • বাংলালিংক সিমের ইমার্জেন্সি ইন্টারনেট নিতে ডায়াল করতে হবে *৮৭৫#
  • বাংলালিংক সিমের ইমার্জেন্সি ইন্টারনেট দেখতে ডায়াল করতে হবে *৮৭৫০#

বাংলালিংক সিমের ইন্টারনেট ব্যালেন্স কিভাবে দেখব? 

বাংলালিংক সিমের ইন্টারনেট ব্যালেন্স দেখতে ডায়াল করতে হবে *১২৪*৫০#

বাংলালিংক সিমের স্পেশাল অফার  কোড কিভাবে দেখব?

বাংলালিংক সিমের স্পেশাল অফার জানতে ডায়াল করতে হবে *৮৮৮#

বাংলালিংক সিমের ইন্টারনেট প্যাক কিভাবে কিনব? 

বাংলালিংক সিমের ইন্টারনেট প্যাক দুইভাবে কিনতে পারবেন। প্রথমটি হলো কোড ডায়াল করে আর অন্যটি হলো এপ্স ব্যবহার করে। আপনারা কোড ডায়াল করে কিভাবে কিনবেন সেটি তুলে ধরব।\

বাংলালিংক সিমের ইন্টারনেট প্যাক কিনতে ডায়াল করতে হবে *৫০০০#

বাংলালিংক সিমের গুরুত্বপূর্ণ কিছু কোড সমূহঃ

  • বাংলালিংক সিমের রিকোয়েস্ট কল করতে ডায়াল করতে হবে *১২৬*Number#
  • বাংলালিংক সিমের ইন্টারনেট সেটিং নতুন করে চালু করতে মেসেজ অপশনে লিখতে হবে ALL তারপর পাঠিয়ে দিতে হবে ৩৩৪৩ নাম্বারে।
  • বাংলালিংক সিমের Call Waiting চালু করতে ডায়াল করতে হবে *৪৩# এবং বন্ধ করতে ডায়াল কর‍্যতে হবে #৪৩#
  • বাংলালিংক সিমে অপ্রয়োজনীয় মেসেজ বন্ধ করতে হবে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে OFF এবং পাঠিয়ে দিতে হবে ৬১২১ নাম্বারে
  • বাংলালিংক সিমের এসএমএস দেখতে ডায়াল করতে হবে *১২১*৪#
  • বাংলালিংক সিমের কাষ্টমার কেয়ারের সাথে কথা বলতে ডায়াল করতে হবে ১২১ নাম্বারে।

Next Post Previous Post
1 Comments
  • Movie
    Movie April 4, 2022 at 7:19 PM

    ধন্যবাদ আপনাকে।

Add Comment
comment url
*/