কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ এর সময়সূচী ( Qatar Football World Cup 2022)

 ফিফা ২০২২ ফুটবল বিশ্বকাপ খেলা সময় যত ঘনিয়ে আসতে শুরু করেছে আমাদের মধ্যে ততই সেই বিষয়টি জানার আগ্রহ বাড়ছে। আমাদের দেশের মানুষ খেলা প্রেমিক, সেটা বিশ্বকাপ আসলেই দেখা যায়। বিশ্বকাপ আসলেই আমরা দেখতে পারি আমাদের দেশের মানুষ গুলো তাদের পছন্দের দলের দেশগুলোর  পতাকা নিজ বাড়িতে টানিয়ে দলের প্রতি ভালোবাসা প্রকাশ করে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে তো উত্তেজনা দেখা যায়। আজকে আমরা আলোচনা করব কাতার ২০২২ ফুটবল বিশ্বকাপ নিয়ে।



ফিফা বিশ্বকাপ ২০২২

ফিফা বিশ্বকাপ প্রথম শুরু হয় ১৯৩০ সালে। ২০১৮ সাল পর্যন্ত মোট ফুটবল বিশ্বকাপের আসর হয়েছে ২১ টি। আর  ফিফা বিশ্বকাপের ২২ তম আসরটি হবে কাতারে। ফিফা সংস্থাটি প্রতি চার বছর পর পর ফুটবল বিশ্বকাপ আয়োজন করে থাকে। আর এর মধ্যে অংশগ্রহণ করতে পারে মোট ৩২ টি দল। তবে ধারণা করা যাচ্ছে এই বিশ্বকাপের পর থেকে ফিফা ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ৩২ টি দল নিয়ে নয় বরং ৪৬ টি দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করবে। তাহলে আমরা পরবর্তী বিশবকাপে মানে ২০২৬ সালের বিশ্বকাপে ৩২ দল এর পরিবর্তে ৪৬ দল কে দেখতে পারব। 

ফুটবল বিশ্বকাপ ২০২২ কোথায় হবে?

আমরা সবাই জানি, কোথায় বিশ্বকাপ হবে সেটা নির্ধারণ হয়ে থাকে ফুটবলের সবচেয়ে বড় নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। এটি তারা একটি বিশ্বকাপ শেষ হবার আগেই কোথায় পরবর্তী বিশ্বকাপ হবে সেটি প্রকাশ করে দেয়।২০১৮ সালের বিশ্বকাপ হয় রাশিয়াতে।  
২০২২ সালের বিশ্বকাপ হবে কাতারে। আরব দেশে এটিই হবে প্রথম বিশ্বকাপ।  (Qatar World Cup 2022)


কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ এর সময়সূচী

ফুটবল বিশ্বকাপ সবসময় শুরু হতো মে, জুন কিংবা জুলাই মাসে। কিন্তু এই বছর বিশ্বকাপ নতুন নিয়মে শুরু হবে। আর এটায় হবে প্রথম বিশ্বকাপ যেটা মে, জুন কিংবা জুলাইয়ে শুরু না হয়ে শুরু হবে নভেম্বর মাসে। আর শেষ হবে ডিসেম্বর মাসে। খেলাটি ২৮ দিন স্থায়ী হবে।

কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ কবে থেকে শুরু হবে?

কাতার ফুটবল বিশ্বকাপ শুরু হবে ২০২২ সালের ( Qatar World Cup 2022) একদম শেষের দিকে। মানে নভেম্বর মাসের শেষের দিকে শুরু হবে। ফিফা মানে ফুটবলের সবচেয়ে বড় নিয়ন্ত্রণ সংস্থা কাতারের আবহাওয়ার কথা চিন্তা করে খেলা শুরুর তারিখ নভেম্বর এ ঘোষণা করেছে। অন্যথায় আগের বিশ্বকাপ গুলোর মত মে,জুন কিংবা জুলাই মাসে হবার কথা ছিল। 
ফুটবল বিশ্বকাপ ২০২২ শুরু হবে ২১ নভেম্বর।

বিশ্বকাপের প্রথম ম্যাচটি হবে কাতারের বিখ্যাত ফুটবল স্টেডিয়াম আল বায়িটে। এই স্টেডিয়ামের আসন সংখ্যা ৬০ হাজার। 

ফুটবল বিশ্বকাপ ২০২২ এর ফাইনাল খেলা কবে?

ফিফা ঘোষণা করেছে কাতার বিশ্বকাপ নভেম্বর এর শেষের দিকে শুরু হবে এবং ডিসেম্বর এর শেষের দিকে শেষ হবে। 
ফুটবল বিশ্বকাপ ২০২২ এর ফাইনাল ম্যাচ হবে ১৮ই ডিসেম্বর,২০২২।  
এই খেলাটি হবে কাতারের লুইসেল স্টেডিয়ামে। এই স্টেডিয়ামের আসন সংখ্যা ৮০ হাজার। 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
*/