কম দামে ভালো ক্যামেরা ফোন ২০২৩। Best camera phones at low prices 2023
আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজকে কিছু ফোন নিয়ে হাজির হলাম যার মূল্য অনেক কম। আর আপনারা যারা কম দামে ভালো ক্যামেরা ফোন খুঁজছেন তাদের জন্য এই পোস্টটি। আশা করি আপনাদের ফোন গুলো ভালো লাগবে ।
এখনকার সময়ে স্মার্টফোন সব বয়স্ক মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে পরেছে। স্মার্টফোনের এতো জনপ্রিয় কারণ হলো এর আকর্ষণীয় সব ফিচার্ট এবং অসাধারণ সব সুযোগ-সুবিধা রয়েছে। কারো হয়তো এমন স্মার্টফোন পছন্দ এবং যার ক্যামেরা পারফরম্যান্স ভালো হয়ে থাকে৷
কারো আবার এমন স্মার্টফোন পছন্দ যার গ্যামিং পারফরম্যান্স ভালো৷ আবার কারো ল্যাগিং কম হয়ে থাকে এমন স্মার্টফোন পছন্দ। মানুষের এরকম সব চাহিদা পূরণ করার জন্য স্মার্টফোনই প্রতিনিয়ত বাজারে আসিতেছে। আজকে আমরা ভালো ক্যামেরা ফোন ২০২৩ তথা ১৫০০০ হাজার টাকার মধ্যে ভালো মানের মোবাইল বাংলাদেশে এবং, এই নতুন বছরে জনপ্রিয় কম দামে ভালো মোবাইল ফোন সম্পর্কে জানাবো।
তবে আমাদের বাংলাদেশে আমরা সাধারণত এমন মোবাইল পছন্দ করে থাকে যার মূল্য ১৫,০০০-২০,০০০ হাজার টাকার মধ্যে এবং মূল্য অনুযায়ী ভালো সেবা দিয়ে থাকে। অর্থাৎ, ১৫,০০০-২০,০০০ হাজার টাকার মধ্যে যে স্মার্টফোনগুলো ভালো সার্ভিস দিয়ে থাকে, সেগুলোকে আমরা কম দামে ভালো ফোন বলে থাকি। আজকে আমরা কম দামে ভালো ফোন অর্থাৎ, ১৫,০০০-২০,০০০ টাকার মধ্যে ভালো ক্যামেরা ফোন ২০২৩ সম্পর্কেই মূলত জানব।
realme 3 pro price in bangladesh?
![]() |
| realme 3 pro price in bangladesh? |
realme 3 pro full details
Price: ৳15,000 BDT
Realme 3 Pro 6.3 ইঞ্চি IPS LCD স্ক্রিন সহ থাকছে। মোবাইলটি সংরক্ষিত রাখার জন্য গরিলা গ্লাস 5 গ্লাস দ্বারা সুরক্ষিত। এটিতে একটি ফুল-ভিউ মিনিমাল নচ ডিজাইন আসে।
পিডিএএফ, এলইডি ফ্ল্যাশ, ডেপথ সেন্সর ইত্যাদি এবং 4কে আল্ট্রা এইচডি ভিডিও রেকর্ডিং সহ পিছনের ক্যামেরাটি ডুয়াল 16+5 এমপি। সামনের ক্যামেরাটি 25 এমপির। Realme 3 Pro 20W ফাস্ট চার্জিং সহ 4045 mAh বড় ব্যাটারি সহ আসে।
এতে রয়েছে 4/6 GB RAM, 2.2 GHz অক্টা-কোর CPU এবং Adreno 616 GPU পর্যন্ত। এটি Qualcomm Snapdragon 710 (10 nm) চিপসেট দ্বারা চালিত। ডিভাইসটি 64/128 GB অভ্যন্তরীণ স্টোরেজ এবং ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট হয়ে থাকে। এই ধরনের ফোনে একটি ব্যাক-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।
উন্নতমানের ফিচারের মধ্যে রয়েছে ডুয়াল সিম, ফেস এবংসিঙ্গার আনলক ইত্যাদি।
xiaomi redmi note 8 pro price in bangladesh?
![]() |
xiaomi redmi note 8 pro price in bangladesh? |
xiaomi redmi note 8 pro full details
Price; ৳24,999 6/64 GB
৳27,999 6/128 GB
Xiaomi Redmi Note 8 Pro 6.53 ইঞ্চি ফুল HD+ IPS স্ক্রীন সহ আসে। এটির একটি ওয়াটারড্রপ-নচ ডিজাইন রয়েছে। ডিভাইসটি সামনে এবং পিছনে শক্তিশালী 5ম প্রজন্মের গরিলা গ্লাস দ্বারা সুরক্ষিত।
পিডিএএফ, আল্ট্রাওয়াইড, ডেপথ সেন্সর, ডেডিকেটেড ম্যাক্রো ক্যামেরা ইত্যাদি এবং 4K ভিডিও রেকর্ডিং সহ পিছনের ক্যামেরাটি কোয়াড 64+8+2+2 এমপি। সামনের ক্যামেরাটি 20 এমপির।
Xiaomi Redmi Note 8 Pro একটি 18W ফাস্ট চার্জিং সলিউশন বা কুইক চার্জ 4+ সহ 4500 mAh বড় ব্যাটারি সহ আসে। এতে রয়েছে 6 বা 8 GB RAM, 2.05 GHz অক্টা-কোর CPU এবং Mali-G76 MC4 GPU পর্যন্ত।
এটি একটি Mediatek Helio G90T (12nm) চিপসেট মাধ্যমে চালিত। ফোনটি 64 বা 128 জিবি স্টোরেজ এবং ডেডিকেটেড মাইক্রোএসডি স্লটের মাধ্যমে আসে। এই ফোনের একটি ব্যাক-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
উন্নতমানের ফিচারের মধ্যে রয়েছে এফএম রেডিও, ইউএসবি টাইপ-সি, ডুয়াল সিম, ফেস আনলক ইত্যাদি।
এমন মোবাইলের মধ্যে জিওমি এমআই এ৩ এর কথা না বললেই নয়। জিওমি এমআই এ৩ তে আপনি পাচ্ছেন ট্রিপল ব্যাক ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর + ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা এবং আরো পাচ্ছেন ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তাই ভালো ক্যামেরা ফোন ২০২৩-২০২৪ সালের তালিকায় এটি অবশ্যই থাকবে।
এছাড়াও ডিভাইসটির রয়েছে ৬.০৮” HD+ AMOLED ডিসপ্লে, Android OS, v9.0 (Pie) অপারেটিং সিস্টেম, Snapdragon 665 চিপসেট। আরো রয়েছে ৪০৩০ mAh লিথিয়াম-পলিমার ব্যাটারি। কানেক্টিভিটির(Connectivity) জন্য আপনি পাচ্ছেন NFC, ৩.৫ মি.মি হেডফোন জ্যাক, ব্লুটুথ ভার্সন v5.0, USB – Type C পোর্ট রয়েছে । এই ফোনের আরেকটি আকর্ষণীয় ফিচার হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও রয়েছে ফেস আনলকিং(Face Unlocking) এর মতো আকর্ষণীয় ফিচার সুবিধা।
জিওমি এমআই এ৩ (৪জিবি RAM / ৬৪ জিবি ROM) এবং (৬ জিবি RAM / ১২৮ জিবি ROM) দুইরকম ভার্সন মার্কেটে এসেছে। এর মধ্যে (৪/৬৪) ভার্সনটির বর্তমান বাজারমূল্য মাত্র ১৪,৩৭৩ টাকা। এতো কম দামের দারুণ সব ফিচার্স পেতে আপনিও মোবাইলটি ব্যবহার করে দেখতে পারেন।
১৫.০০০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ এবং ভালো ক্যামেরা ফোন ২০২৩ এর মধ্যে বর্তমানে জনপ্রিয় হলো ভিভো জেড ১ প্রো। এই ডিভাইসটিতে আপনি পাচ্ছেন তিনটি রিয়ার ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর + ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে এবং সাথে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা তো থাকছেই।তাই মোবাইলটি নিতে চলে আসুন মার্কেটে|
vivo z1 pro price in bangladesh?
![]() |
vivo z1 pro price in bangladesh |
vivo z1 pro full details
Price:19,875 BDT
vivo z1 pro রয়েছে ৬.৫৩” FHD+ ডিসপ্লে। অপারেটিং সিস্টেম হিসেবে Android 9.0 (Pie), যা Android 10 এ আপগ্রেড করা সম্ভব এবং Funtouch 10 ব্যবহার করা হয়। সাথে রয়েছে ২×২.৩ গিগাহার্জ Octa-Core Processor, Snapdragon 712 চিপসেট।
নেট কানেকশন এর জন্য রয়েছে, 4G VoLTE, ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন v5.0, USB 2.0 OTG, GPS/A-GPS, ৩.৫ মি.মি হ্যাডফোন জ্যাক ইত্যাদি৷ এগুলো এছাড়াও রয়েছে, লিথিয়াম-পলিমার ৫০০০ mAh ব্যাটারি৷ ডিভাইসটির বেশ কিছু আকর্ষণীয় ফিচার থাকছে, যেমন : ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এক্সেলেরোমিটার সেন্সর, গায়রো(Gyro) সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, কম্পাস সেন্সর ইত্যাদি।কম দাম হিসেবেফোনটির ভালো সুনাম রয়েছে।
vivo z1 pro ডিভাইসটির (৪ জিবি RAM/৬৪ জিবি ROM), (৬ জিবি RAM/৬৪ জিবি ROM), (৬ জিবি RAM/ ১২৮ জিবি ROM), এই তিনটি ভার্সন রয়েছে। তন্মধ্যে (৪/৬৪) ভার্সনটি আপনি বর্তমানে ১৫,০০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন।


