টেলিভিশন ভালো রাখার উপায় 2023
এটা একটা খুবই সাধারণ কমন সেন্স এর কথা মনে হতে পারে, তবে একটু খেয়াল করলেই দেখবেন অনেকেই দিনের একটা বড় সময় ধরে এমনি এমনিই টিভি ছেড়ে রেখে দেয়। দেখা যায় অনেক ব্যক্তিই হয়ত অন্য কাজ করছে, কিন্তু ব্যকগ্রাউন্ডে শুধু শুধু টিভি চােিল রাখে।
![]() |
| টেলিভিশন ভালো রাখার উপায় 2023 |
আপাত দৃষ্টিতে কিছু মনে না হলেও, টিভি কিন্তু ঠিক ইলেক্ট্রিসিটি কনস্যুম করছে।
একটি এলইডি/এলসিডি টিভির ডিসপ্লে ব্যাকলাইট গড়ে সাধারণত ৬০,০০০ ঘণ্টা
ভালোভাবে সার্ভিস দিয়ে থাকে।
কিন্তু ভাবুন, আমরা যদি দৈনিক ৩ ঘণ্টাও শুধু শুধু না দেখে টিভি ছেড়ে রাখি তাতেও বছরে ১,০০০ ঘণ্টার উপরে।
কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় টিভি ছেড়ে রাখা হয় ৩ ঘণ্টারও অনেক বেশী।
তাই যখন কেউ এলইডি/এলসিডি টিভিটি দেখছেনা তখন তা সিমপ্লি বন্ধ করে রাখাটাই হল
টিভির দীর্ঘায়ু নিশ্চিত করার সব থেকে সহজ উপায়। আর এতে আপনার বিদ্যুৎ বিলটাও
কিন্তু সাশ্রয় হচ্ছে।
ভোল্টেজ রেগুলেটরের ব্যবহার:
শুধুমাত্র এলইডি বা এলসিডি টিভিই ঘরের একমাত্র ইলেক্ট্রনিক ডিভাইস নয়। এসি, রুম
হীটার, রেফ্রিজারেটর আরও অনেক কিছুই আছে যা ইলেক্ট্রিসিটি দিয়ে চলে।
এতে অনেক সময় পাওয়ার ঘাটতি হতে পারে, যা এলইডি/এলসিডি টিভির পাওয়ার ক্যাপের জন্য অনেক ক্ষতিকর।
হটাত করে পাওয়ার বেঁড়ে যাওয়া বা কমে যাওয়া টিভি নষ্ট করে দিতে পারে।
এজন্যই টিভির সাথে ব্যবহার করতে হবে একটি ভোল্টেজ রেগুলেটর, যা পাওয়ার কমে
গেলে প্রয়োজনীয় পাওয়ার সাপ্লাই করে আর পাওয়ার অযাচিতভাবে বেড়ে গেলে তা নিয়ন্ত্রন করে।
শুধু তাই নয়, আবহাওয়া বিপর্যয় যেমন ঝড় বা বজ্রপাতের সময়ও পাওয়ার সাপ্লাইয়ের
অনিয়ন্ত্রিত বিপদজনক অবস্থাতে এই ভোল্টেজ রেগুলেটর টিভি কে নিরাপত্তা দেয়। যথার্থ
ভেন্টিলেশন এটা আমরা ভালো করেই জানি যে এলইডি/ এলসিডি টিভি অনেক
পাওয়ার কনস্যুম করে। আর এই পাওয়ার থেকে উৎপন্ন হয় অত্যাধিক তাপ।
আর এই তাপকে নিয়ন্ত্রনের জন্য প্রয়োজন যথার্থ ভেন্টিলেশন বা মুক্ত বায়ুচলাচলের পর্যাপ্ত ব্যবস্থা।
অনেকেই যথার্থ পর্যাপ্ত বায়ুচলাচলের জায়গা না রেখেই টিভি রুমে স্থাপনের ভুলটি করে থাকেন।
আর টিভির চারপাশে এই পর্যাপ্ত বায়ু চলাচলের জায়গা না থাকায় বিঘ্নিত হয় ভেন্টিলেশন
সিস্টেম, যার ফলে এলইডি/ এলসিডি টিভিও খুব বেশীদিন ভালো সার্ভিস দেয় না বা টিকে না।
টিভির ভেন্টিলেশন ভেন্ট এর চারপাশে নুন্যতম চার ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে টিভি বসাতে হবে।
ফ্ল্যাট প্যানেল এর টিভি হলে এবং তার ভেন্ট পিছনে হলে তা যাতে দেয়ালের সাথে লেগে না
থেকে নুন্যতম চার ইঞ্ছি দূরে থাকে এমনভাবে কোন টেবিল বা টিভি স্ট্যান্ডে বসাতে হবে।
